Monday, 13 June 2011

achena haowa

যেই সময় কার কথা সেটা বহু আগের নই এখন এর.....এই মাত্র 
খোলা দরজায় দাড়িয়ে এক অদ্ভুত কথা মনে হচ্ছে সামনে এসে জলের ঝাপটার মত ঠান্ডা হাব্ব মুখ চিরে যাই , কখনো উল্টা পাল্টা বই,হিত তার আজ কথায় যাওয়ার জানে না | দৃষ্টি তা দুরে যাই টি দেখি কত চত বাড়ি তে একটা বাতি জলছে যাতে এই হাব্ব বার বার করি বুঝিয়ে দেয়ে তার অসীম শক্তি তার জায়গা | এ হাব্ব তে প্রাণ চাই যা তার একটা ঝলক দেয়ে কখনো উড়ে আসে মন ের কথা যেন বলে যাই আজ ইই সেই দিন | আজ ই সেই চব্ব পাব | কখনো উগ্র গন্ধে এনে না চব্ব জিনিস এর আগমন বোঝাই | কখনো আবার মধুর জ্ঞান শোনায় বা কথা বলে যাই ...... কখনো কেশ এর মধে চেয়ে যাই !দুরের দিক কে নজর গেলে হাব্ব তা যেন বলে অত দুরে কেন পাশে আছে যা খুজ্য একদম পাশে |আজ ও কি সেই দিন তা আসবে না জামান হয় তামান তাই আমায় ছেড়ে যাবে এক অন্য পথ ই গ্রহণ করতে বাধ্য করবে | 

haowa যার কোনো পরিচয় নেই, কোনো ঠিকানা নেই, কোনো চর্চা নেই  যার প্রাণ নেই অথচ বাহ্বনা আছে ,মুখ নেই কিন্তু কথা আছে,সুর নেই কিন্তু জ্ঞান আছে,হাত নেই কিন্তু ছোয়া আছে,রাগ নেই কিন্তু পরিনাম আছে | এমন তাই তো দেখি কিন্তু কিছু বুঝি কিন্চু বুঝি নাই | এ অচেনা haowa এ কবে দানা মেলে উড়তে পারব যার কোনো দিশা নেই কোনো বাহ্ব্নে নেই আছে তো সুধু বিশাস যে কোনো ক্ষতি নেই |

4 comments:

  1. এটা তো একদম মিস করে গেছি...ভাল হয়েছে... :)

    ReplyDelete
  2. :) heb hyto!ami to portei par6 na-ki likhe6 bhogoban jane

    ReplyDelete

Liked it? Share it and leave me your thoughts in comments below.

Related Posts Plugin for WordPress, Blogger...